পোস্টগুলি

সৃজনশীল প্রশ্নের উত্তর- অভাগীর স্বর্গ-৯ম-১০ম শ্রেণি বাংলা ১ম পত্র গদ্য

        প্রশ্নঃ১।  জাত গেল, জাত গেল বল                  একি আজব কারখানা।                 সত্য কাজে কেউ নয় রাজি,                 সবই দেখি তা না না না।ক.    (ক) কাঙালীর বাবা কোন গাছ কাটতে উদ্যত হয়েছিল?   ১ (খ)  কাঙালী তার মাকে আগুন দিতে পারল না কেন?  ২ (গ)   উদ্দীপকটি কোন দিক থেকে ‘অভাগীর স্বর্গ’ গল্পের প্রতিনিধিত্ব করে? ব্যাখ্যা করো।   ৩ (ঘ)  “উদ্দীপকটির মূলভাব ‘অভাগীর স্বর্গ’ গল্পের পূর্ণাঙ্গ ভাবের প্রকাশক”। মতামত দাও। ৪ ১ নং প্র. উ. ক.   কাঙালীর বাবা বেলগাছ কাটতে উদ্যত হয়েছিল। খ.   সামন্তবাদী সমাজব্যবস্থার নিষ্ঠুরতার কারণে কাঙালী তার মাকে আগুন দিতে পারল না।    কাঙালীর মায়ের শখ ছিল মৃত্যুর পর মুখুয্যে বাড়ির গিন্নির মতো ছেলের হাতের আগুন পাওয়ার। কিন্তু তার মৃত্যুর পর ছেলে কাঙালী মায়ের সেই আশা পূরণ করতে পারে না। কাঙালীরা নীচু জাতের মানুষ হওয়ায় সামন্তবাদী সমাজে মৃতদেহ সৎকারে আগুন দেওয়ার নিয়ম নেই। তবুও কাঙালী নানাভাবে থাকে আগুন দেয়ার জন্য কাঠ সংগ্রহের চেষ্টা করলে সকলেই তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে। জমিদারের গোমস্তা ঘুষ চায়। অবশেষে বাধ্য হয়ে কাঙালীরা অভাগীকে নদী চড়ায় পুঁতে ফেলে।